Pages

Saturday, October 11, 2014

শৈল প্রপাত



শৈল প্রপাত



পরিচিতিঃ



প্রাকৃতিকভাবে সৃষ্ট হিমশীতল ও শৈল প্রপাতে সর্বদা পানি বহমান থাকেযেখান থেকে নীল আকাশ যেন তার নীল আচল বিছিয়ে দিয়েছে হিমশীতল পানির প্রবাহযে দিকে দুচোখ যায় অবারিত প্রাচীন পাহারের হাতছানিমুগ্ধতায় ভরে উঠে মন প্রাণতাই এই অপূর্ব দৃশ্য দেখার জন্য প্রতিদিনই দেশ-বিদেশ থেকে প্রতিদিন হাজার হাজার পর্যটক এখানে এসে ভিড় জমাচ্ছেএখানে স্থানীয় অধিবাসীদের হাতের তৈরী বিভিন্ন দ্রব্যসামগ্রী পাওয়া যায়


শৈলপ্রপাত (চিত্র - ১)


শৈলপ্রপাত (চিত্র - ২)


শৈলপ্রপাত (চিত্র - ৩)


অবস্থানঃ



বান্দরবান-রুমা সড়কের ৮ কি মি দূরত্বে এটি অবস্থিত



বিশেষ আকর্ষণঃ


এখানে বম জনগোষ্ঠীর তৈরি বিভিন্ন পণ্য সুলভমূল্যে বিক্রি হয়



যাতায়াতঃ


বান্দরবান শহর থেকে টেক্সি, চাঁদের গাড়ি কিংবা প্রাইভেট কার ও জীপ ভাড়া করে শৈলপ্রপাতে যাওয়া যায়শহর থেকে চাঁদের গাড়ীতে ১০০০/= টাকা ভাড়া লাগবে

No comments: