Pages

Saturday, September 27, 2014

সাকা হাফং



সাকা হাফং  / ত্ল্যাং ময় / মোদক মুয়াল বা মোদক তোয়াং বাংলাদেশের একটি পাহাড়চূড়াচূড়াটিকে অনেকসময় বাংলাদেশের সর্বোচ্চ বিন্দু হিসেবে বিবেচনা করা হয়এর উচ্চতা ১,০৫২ মিটার (৩,৪৫১ ফুট) বাংলাদেশ-মায়ানমার সীমান্তে চূড়াটি অবস্থিত
আনুষ্ঠানিকভাবে সাকা হাফংকে বাংলাদেশের সর্বোচ্চ চূড়া হিসেবে ঘোষণা করা হয় নি কিন্তু সাম্প্রতিক তথ্য-উপাত্তের ভিত্তিতে বলা যায়, সম্ভবত এর চেয়ে বেশি উচ্চতার আর কোন চূড়া বাংলাদেশে নেই চূড়াটি সর্বপ্রথম জয় করেন ইংরেজ পর্বতারোহী জিঞ্জে ফুলেনসেসময় তিনি চূড়াটির উচ্চতা নির্ণয় করেন ১,০৬৪ মিটার আর অবস্থান দেখান ২১°৪৭১১উ. ৯২°৩৬৩৬পূ. /২১.৭৮৬৩৯°উ.৯২.৬১°পূ. তার দেখানো এ অবস্থান রাশিয়া নির্মিত ভৌগোলিক মানচিত্রে এর অবস্থানের সাথে হুবহু মিলে যায় ২০১১ সালে দু'টি অভিযাত্রিক দল সাকা হাফঙের উচ্চতা নির্ণয় করেন ৩,৪৮৮ ও ৩,৪৬১ ফুটবাংলাদেশের স্বীকৃত সর্বোচ্চ চূড়া কেওক্রাডঙের (,১৭২ ফুট) চেয়ে এর উচ্চতার সকল পাঠই অনেক বেশি

সাকা হাফং
উচ্চতা মিটার (,৪৫১ ফুট)
 



 
 

No comments: