Pages

Saturday, September 27, 2014

কেওক্রাডং



কেওক্রাডাং (ইংরেজী: Keokradong) নামে সুপরিচিত, বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গএটি বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলা বান্দরবানে অবস্থিতএক সময় এটিই বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ছিলআধুনিক গবেষণায় এই তথ্য ভুল প্রমাণিত হয়েছেবর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ তাজিং ডং অবশ্য এখনও অনেক নির্ভরযোগ্য সূত্রে কিওক্রাডাংকে সর্বোচ্চ হিসেবে উল্লেখ করা হয়, যা সম্পূর্ণ ভুলএমনকি বাংলাদেশের বিভিন্ন পাঠ্যপুস্তক এবং সিআইএ ওয়ার্ল্ড ফ্যাক্টবুকে এখনও একে সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হিসেবে উল্লেখ করা হচ্ছে


বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক স্থাপিত বিজ্ঞপ্তি ফলক
উচ্চতা:  ৯৮৬ মিটার (,২৩৫ ফুট)



অবস্থান ও উচ্চতা


কেওক্রাডং বান্দরবান জেলার রুমা উপজেলায় অবস্থিতঅর্থাৎ বান্দরবানেরও দক্ষিণ-পূর্ব প্রান্তে অবস্থিতএকসময় যখন একে বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ মনে করা হতো তখন এর উচ্চতা পরিমাপ করা হয়েছিল ১,২৩০ মিটার কিন্তু অধুনা রাশিয়া কর্তৃক পরিচালিত এসআরটিএম উপাত্ত এবং জিপিএস গণনা থেকে দেখা গেছে এর উচ্চতা ১,০০০ মিটারের বেশি নয়শৃঙ্গের শীর্ষে সেনাবাহিনী কর্তৃক উৎকীর্ণ যে ফলক দেখা যায় তাতে এর উচ্চতা লেখা হয়েছে ৩,১৭২ ফুট জিপিএস সমীক্ষায় উচ্চতা পাওয়া গেছে ৯৭৪ মিটার (৩,১৯৬ ফুট)এই পরিমাপটি রুশীয় পরিমাপের সাথে খাপ খায় এসআরটিএম উপাত্ত এবং মানচিত্রের মাধ্যমে এই পরিমাপ করা হয়েছেঅবশ্য বর্তমানে রুশীয় এসআরটিএম উপাত্ত এবং ইউএসজিএস-এর মাধ্যমে দাবি করা হচ্ছে কিওক্রাডাং-এর প্রকৃত অবস্থান এটি নয় (উপরে উল্লেখিত ভৌগোলিক স্থানাংকে নয়)তারা এ স্থান থেকে আরও উত্তরে কেওক্রাডাং এর অবস্থান সনাক্ত করেছেন এবং এর উচ্চতা ৮৮৩ মিটার পরিমাপ করেছে


নামকরণ

কেওক্রাডং শব্দটি মারমা ভাষা থেকে এসেছেমারমা ভাষায় কেও মানে 'পাথর', ক্রা মানে 'পাহাড়' আর এবং ডং মানে 'সবচেয়ে উঁচু'অর্থাৎ কেওক্রাডং মানে সবচেয়ে উঁচু পাথরের পাহাড়

No comments: