স্বাধীনতা দিবস: ২৬ মার্চ
বিজয় দিবস: ১৬ ডিসেম্বর
শহীদ দিবস: ২১ ফেব্রুয়ারি (আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও পরিচিত)
পর্যটন
পর্যটন আকর্ষণ: ঢাকা, চট্রগ্রাম, কক্সবাজার, কাপ্তাই, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দারবান, কুয়াকাটা, বগুড়া, খুলনা, সুন্দারবন, সিলেট, রাজশাহী, দিনাজপুর, এবং কুমিল্লা
বিমানবন্দর: ঢাকা (আন্তর্জাতিক), চট্রগ্রাম (আন্তর্জাতিক), সিলেট (আন্তর্জাতিক), যশোর, রাজশাহী, সৈয়দপুর, বরিশাল, কক্সবাজার
আরও তথ্য: বাংলাদেশ পর্যটন কর্পোরেশন।
তথ্য প্রযুক্তি (আইটি)
জাতীয় ডোমেইন: .bd
ইন্টারনেট অনুপ্রবেশ : জনসংখ্যার ২০.৬৫% (সূত্র)
মোবাইল ব্যাবহারকারী : ৭ কোটি ৬৪ লক্ষ (জুন ২০১১ পর্যন্ত), পৃথিবীর ১৫তম বৃহৎ দেশ
মোবাইল অনুপ্রবেশ : জনসংখ্যার ৫৩.৭১%
বাংলাদেশের বিভিন্ন আন্তর্জাতিক ক্রম মোবাইল অনুপ্রবেশ : জনসংখ্যার ৫৩.৭১%
- জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীর ৮ম বৃহত্তম দেশ
- ৪র্থ বৃহৎ মুসলিম দেশ, মুসলিম সংখাগরিষ্ঠ দেশ হিসাবে বিশ্বের ৩য় দেশ
- জনসংখ্যার ঘনত্বের দিক দিয়ে বিশ্বের ৪র্থ বৃহৎ দেশ, ১০ কোটির উপর জনসংখ্যার দেশ হিসাবে বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ
- গাঙ্গেয় বদ্বীপে অবস্থিত, যা পৃথিবীর সর্ববৃহৎ বদ্বীপ (সূত্র)
- কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত
- জিডিপির দিক থেকে, বাংলাদেশের অর্থনীতি পৃথিবীর ৪২তম দেশ, কিন্তু জিডিপি বৃদ্ধির দিক থেকে পৃথিবীর ৫ম অর্থনীতি (সূত্র)
- বাংলাদেশের পোশাকশিল্প পৃথিবীর ২য় বৃহত্তম পোশাকশিল্প (প্রধানমন্ত্রীর ভাষণ)
- পৃথিবীর সর্ববৃহৎ পাট উৎপাদনকারী দেশ (পাট উদ্ভিজ্জ আঁশের মধ্যে উৎপাদনের দিক দিয়ে ২য়, তুলার পরেই অবস্থান)
- সুন্দরবন (বাংলাদেশ ও ভারত) পৃথিবীর সর্ব বৃহৎ ম্যানগ্রোভ বন
- বাংলাদেশের পোশাকশিল্পে নূন্যতম মজুরি পৃথিবীর সর্বনিম্ন (বেসরকারি সূত্র)
No comments:
Post a Comment