Pages

Sunday, September 21, 2014

এক নজরে বাংলাদেশ (পার্ট - ৩)

অর্থনীতি:
অর্জন : বাংলাদেশ D8 এর সদস্য আর গোল্ডম্যান স্যাস কর্তৃক “Next Eleven Economy of the world” হিসেবে বিবেচিত 
জিডিপি : মাথাপিছু  $১,০৪৪ (২০১৩)
দারিদ্রতার হার : ২৫% (প্রতিদিন $২ এর নিচে বসবাসকারী জনগণ)
আন্তর্জাতিক অনুদান নির্ভরতা: ২%
প্রধান ফসল : ধান, পাট, চা, গম, আঁখ, ডাল, সরিষা, আলু, সবজি, ইত্যাদি। 
প্রধান শিল্প : পোশাকশিল্প (পৃথিবীর ২য় বৃহত্তম শিল্প), পাট (বিশ্বের সর্ববৃহৎ উৎপাদনকারী), চা, সিরামিক, সিমেন্ট, চামড়া, রাসায়নিক দ্রব্য, সার, চিংড়ি প্রক্রিয়াজাত, চিনি, কাগজ, ইলেক্ট্রিক ও ইলেক্ট্রনিক্স সামগ্রী, ঔষধ, মৎস্য।
প্রধান রপ্তানি : পোশাক (পৃথিবীর ২য় বৃহত্তম শিল্প), হিমায়িত চিংড়ি, চা, চামড়া ও চামড়াজাত দ্রব্যাদি, পাট ও পাটজাত দ্রব্য (পাট উৎপাদনে বাংলাদেশ প্রথম), সিরামিক্স, আইটি আউটসোর্সিং, ইত্যাদি। 
প্রধান আমদানি : গম, সার, পেট্রোলিয়াম দ্রব্যাদি, তুলা, খাবার তেল, ইত্যাদি।
প্রধান ভূ-প্রাকৃতিক : প্রাকৃতিক গ্যাস, তেল, কয়লা, চিনামাটি, কাচ বালি, ইত্যাদি। 
বিদ্যুৎ : ২০০ ভোল্ট এসি 
মুদ্রা : টাকা (বিডিটি - প্রতীক  ৳) 
১০০০, ৫০০, ১০০, ৫০, ২০, ১০, ৫, ২, ও ১ টাকার নোট আর 
৫০, ২৫, ১০, ৫, ২৫, ১০, ৫ ও ১ পয়সা
বিনিময় হার:

শ্রমিক বণ্টন: ৫৪ কোটি
পুরুষ: ৫ কোটি ৪০ লক্ষ
নারী: ৪ কোটি (সূত্র: বিইএস-২০১১)

শিল্প-ভিত্তিক শ্রমিক বণ্টন:
কৃষি: ৪৮.৪%
শিল্প: ২৪.৩%
অন্যান্য: ২৭.৩%

পরিবহন ব্যবস্থা: সড়ক, আকাশপথ, রেল, নদীপথ
ইপিজেড: ঢাকা, উত্তরা, আদমজী, চট্টগ্রাম, কুমিল্লা, ঈশ্বরদী, কর্ণফুলী এবং মংলা।

No comments: