Pages

Wednesday, September 24, 2014

শিক্ষা ব্যবস্থা



বাংলাদেশের শিক্ষাব্যবস্থা সদা পরিবর্তনশীল এবং বিভিন্নরূপ শিক্ষা ব্যবস্থার সমন্বয়ে সুগঠিতএই শিক্ষা ব্যবস্থা প্রধানত তিন স্তরবিশিষ্টসরকারি-বেসরকারি বিদ্যালয়গুলো পরিচালিত হয় ৫ বছর মেয়াদি প্রাথমিক, ৫ বছর মেয়াদি মাধ্যমিক ও ২ বছর মেয়াদি উচ্চ মাধ্যমিক পর্যায়ে উচ্চশিক্ষা বা বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষা ৩-৫ বছর মেয়াদিসরকারী পৃষ্ঠপোষকতায় পরিচালিত ২৮টি পাবলিক ও ৫০টিরও বেশি বেসরকারী বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তত্ত্বাবধানে অধিভুক্ত কলেজের মাধ্যমে এ শিক্ষা দেয়া হয়শিক্ষার্থীরা শিক্ষার মাধ্যম হিসেবে বাংলা বা ইংরেজির মধ্যে যেকোনটিকে বেছে নিতে পারে
  • প্রাথমিক স্তর
  • মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তর
  • উচ্চশিক্ষা বা বিশ্ববিদ্যালয় স্তর
উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান কলেজ হিসেবে পরিচিতএছাড়া রয়েছে মাদ্রাসা ও ইংরেজি মাধ্যমের স্কুলএগুলো যথাক্রমে মাদ্রাসা শিক্ষাবোর্ড এবং বিদেশী শিক্ষা বোর্ডের তালিকাভুক্তমাধ্যমিক পরবর্তী পর্যায়ে বৃত্তিমূলক প্রশিক্ষণ স্কুল পরিচালনার জন্য কারিগরি শিক্ষা বোর্ড গঠন করা হয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রাথমিক, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাক্রম ও পাঠ্যবই উন্নয়ন, অনুমোদন এবং ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত কর্ত্তৃপক্ষবাংলাদেশ সরকার বাংলাদেশ ব্যুরো অব এডুকেশনাল ইনফরমেশন অ্যান্ড স্ট্যাটিসটিক্স BANBEIS গঠন করেছে, যা সব পর্যায়ের শিক্ষাসংশ্লিষ্ট তথ্য সংরক্ষণ করে  
শিক্ষাব্যবস্থা বাংলাদেশ
শিক্ষা মন্ত্রণালয়
মন্ত্রী/ শিক্ষা উপদেষ্টা
নুরুল ইসলাম নাহিদ
সাধারণ বিবরণ
প্রতিষ্ঠিত
আবশ্যিক শিক্ষা
১৯৭২
১২ বছর
সাক্ষরতা (১৫+)
মোট
৭১.১
পুরুষ
৬৩
নারী
৬৮
তালিকাভুক্তি
মোট
২৩,৯০৭,১৫১
প্রাথমিক
১৬,২৩০,০০০
মাধ্যমিক
,৪০০,০০০
নিম্ন মাধ্যমিক
২৭৭,১৫১
সাফল্য
মাধ্যমিক শিক্ষা
৩৩৫,৪৫৪
Post-secondary diploma
৮৬,৯৪৮

No comments: