বাংলাদেশের শিক্ষাব্যবস্থা সদা পরিবর্তনশীল এবং বিভিন্নরূপ শিক্ষা ব্যবস্থার সমন্বয়ে সুগঠিত। এই শিক্ষা ব্যবস্থা প্রধানত তিন স্তরবিশিষ্ট। সরকারি-বেসরকারি বিদ্যালয়গুলো পরিচালিত হয় ৫ বছর মেয়াদি প্রাথমিক, ৫ বছর মেয়াদি মাধ্যমিক ও ২ বছর মেয়াদি উচ্চ মাধ্যমিক পর্যায়ে। উচ্চশিক্ষা বা বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষা ৩-৫ বছর মেয়াদি। সরকারী পৃষ্ঠপোষকতায় পরিচালিত ২৮টি পাবলিক ও ৫০টিরও বেশি বেসরকারী বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তত্ত্বাবধানে অধিভুক্ত কলেজের মাধ্যমে এ শিক্ষা দেয়া হয়। শিক্ষার্থীরা শিক্ষার মাধ্যম হিসেবে বাংলা বা ইংরেজির মধ্যে যেকোনটিকে বেছে নিতে পারে।
- প্রাথমিক স্তর।
- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তর।
- উচ্চশিক্ষা বা বিশ্ববিদ্যালয় স্তর।
শিক্ষাব্যবস্থা বাংলাদেশ
|
|
শিক্ষা মন্ত্রণালয়
|
|
মন্ত্রী/ শিক্ষা উপদেষ্টা
|
নুরুল ইসলাম নাহিদ
|
সাধারণ বিবরণ
|
|
প্রতিষ্ঠিত
আবশ্যিক শিক্ষা |
১৯৭২
১২ বছর |
সাক্ষরতা (১৫+)
|
|
মোট
|
৭১.১
|
পুরুষ
|
৬৩
|
নারী
|
৬৮
|
তালিকাভুক্তি
|
|
মোট
|
২৩,৯০৭,১৫১
|
প্রাথমিক
|
১৬,২৩০,০০০
|
মাধ্যমিক
|
৭,৪০০,০০০
|
নিম্ন মাধ্যমিক
|
২৭৭,১৫১
|
সাফল্য
|
|
মাধ্যমিক শিক্ষা
|
৩৩৫,৪৫৪
|
Post-secondary diploma
|
৮৬,৯৪৮
|
No comments:
Post a Comment