Pages

Thursday, September 25, 2014

বাংলাদেশের উল্লেখ যোগ্য স্থান সমূহ (বরিশাল বিভাগ)



কুয়াকাটা

কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি সমুদ্র সৈকত ও পর্যটনকেন্দ্র কুয়াকাটা দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রসৈকতবরিশাল বিভাগের শেষ মাথায় পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের সর্ব দক্ষিণে এ সমুদ্রসৈকতদৈর্ঘ্য ১৮ কিমি এবং প্রস্থ ৩ কিমি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নে কুয়াকাটা অবস্থিতঢাকা থেকে সড়কপথে এর দূরত্ব ৩৮০ কিলোমিটার, বরিশাল থেকে ১০৮ কিলোমিটারপর্যটকদের কাছে কুয়াকাটা "সাগর কন্যা" হিসেবে পরিচিত কুয়াকাটা দক্ষিণ এশিয়ার একমাত্র সৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায়, সব চাইতে ভালোভাবে সূর্যোদয় দেখা যায় সৈকতের গঙ্গামতির বাঁক থেকে আর সূর্যাস্ত দেখা যায় পশ্চিম সৈকত থেকেপ্রাকৃতিক সুন্দর্যের লীলাভূমি কুয়াকাটাবর্তমানে সমুদ্রের করাল গ্রাসে প্রশস্ততা কিছুটা কমেছে কুয়াকাটা পরিচ্ছন্ন সৈকত আর কক্সবাজারের চেয়ে অনেক কম কোলাহলযারা একটু নিরিবিলি সৈকত পছন্দ করেন তাদের জন্য বেড়ানোর আদর্শ জায়গা কুয়াকাটাসৈকত ঘেঁষেই আছে সারি সারি নরিকেল বাগান এখানকার অন্যতম আকর্ষণ সমুদ্রের ঢেউঢেউগুলো যখন এসে পায়ের ওপর আছড়ে পড়ে, তখন স্নিগ্ধতা মন ছুঁয়ে যায় কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে ১০ কিলোমিটার পূর্বদিকে রয়েছে আকর্ষণীয় স্থান গঙ্গামতির চরসমুদ্র সৈকত কুয়াকাটার জিরোপয়েন্ট থেকে মাত্র দেড় কিলোমিটার পূর্বদিকে গড়ে তোলা হয়েছে পরিকল্পিত ইকোপার্ক৭০০ একর জায়গাজুড়ে এ পার্কটি অবস্থিতএ পার্কের বাগানে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও শোভাবর্ধনকারী ৪২ হাজার বৃক্ষ রয়েছে

সূর্যোদয়

সূর্যাস্ত

No comments: