Pages

Friday, September 26, 2014

পতেঙ্গা




পতেঙ্গা

পতেঙ্গা চট্টগ্রাম শহরের ১৪ কিলোমিটার দক্ষিণে অবস্থিত একটি সমূদ্র সৈকতএটি কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিতপতেঙ্গা চট্টগ্রাম শহরের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র
পতেঙ্গা যাওয়ার পথে অনেক বড় বড় কারখানা চোখে পড়বেচোখে পড়বে মেরিন একাডেমিযাওয়ার পথের অনেকটা জুড়েই পাশে থাকবে কর্ণফুলি নদী১৯৯১ সালের ঘূর্ণীঝড়ে এই সৈকতটি ভয়াবহ ভাবে ক্ষতিগ্রস্থ হয়

বর্তমানে সমূদ্র সৈকতে সিমেন্ট দিয়ে তৈরি করা বেড়ি বাঁধ দেয়া হয়েছেচট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর ও নেভাল একাডেমির পাশেই এই জনপ্রিয় সমুদ্র সৈকতের অবস্থানপ্রতিদিন শত শত পর্যটক প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য ছুটে যান পতেঙ্গার উদ্দেশ্যেএই সমুদ্র সৈকতটি ছাড়া চট্টগ্রাম শহরের মধ্যে আরো একটি সমুদ্র সৈকত রয়েছে যেটি সাগরিকা বীচ বা সাগরিকা সমুদ্র সৈকত নামে পরিচিত, যার অবস্থান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের লাকী গ্রাউন্ড জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামের পাশেযদিও এটি এখনো অতটা জনপ্রিয় হয়ে উঠেনিএছাড়া শহরের বাইরে আনোয়ারায় আরো একটি সমুদ্র সৈকত রয়েছেযেটি পারকী বীচ বা পারকীর চর নামে পরিচিতসেটিও বেশ জনপ্রিয় পিকনিক স্পট হিসেবে পতেঙ্গা সৈকতে যাওয়ার পথে নৌবাহিনীর গল্ফ ক্লাব পর্যটকদের মন কাড়ে খুব সহজেই এছাড়া চট্টগ্রাম বন্দর এর অনেক জেটি এইখানে অবস্থিতএটি চট্টগ্রাম শহরের আরেকটি প্রাণকেন্দ্রপর্যটকদের মিলনমেলাইতোমধ্যে এই সৈকত বিশ্ব পরিচিতি পেয়েছেবিকাল হতে না হতেই হাজার হাজার পর্যটক ভিড় জমায় এই সমুদ্র সৈকতেমনোমুগ্ধকর এক পর্যটন এলাকা মনোরম পরিবেশ এর কারণে যে কেউ বার ছুটে আসতে চায় এই সৈকতেকর্ণফুলী নদীর মোহনা সংলগ্ন নেভাল একাডেমীর সম্মুখে বিকাল হতে না হতেই শুরু হয় জোড়া জোড়া প্রেমিক-প্রেমিকার আনাগোনাপরিবেশটা এতোটাই মনোমুগ্ধকর যে, কারো মনে যদি কোন দুশ্চিন্তা থাকে এবং সে যদি এই নেভাল একাডেমী কিংবা পতেঙ্গা সমুদ্র সৈকতের ধারে গিয়ে কিছুক্ষণ বসে তাহলে দুশ্চিন্তাগুলো মন থেকে কোথায় যেন হারিয়ে যায় নিমিষেইএরূপ মনকাড়া সৌন্দর্য্য কার দেখতে ভাল লাগে বলুনতাহলে আর দেরী কেন, যারা এখনো পতেঙ্গা সমুদ্র সৈকত ভ্রমণে আসেননি কিঙবা দেখেননি তারা এখনই চলে আসুন এই সৈকতে আর দেখে যান শহরের ভিতরের অপরূপ সৌন্দর্য্য


পতেঙ্গা সমুদ্র সৈকত (চিত্র-১)


পতেঙ্গা সমুদ্র সৈকত (চিত্র-২)


পতেঙ্গা সমুদ্র সৈকত (চিত্র-৩)


পতেঙ্গা সমুদ্র সৈকত (চিত্র-৪)


কিছু প্রয়োজনীয় নম্বর


কিভাবে যাবেন :

চট্টগ্রাম থেকে ১৪ কিলোমিটার দক্ষিনেচট্টগ্রাম শহর থেকে অটো রিক্সায় করে যেতে সময় লাগে ঘণ্টা খানিক ভাড়া নিবে ২৫০ টাকার মত আর বাসে যেতে চাইলে তো কথাই নাই , বহদ্দার হাট, লালখান বাজার মোড়, জিইসি মোড় , নিউ মার্কেট , চক বাজার মোড় থেকে সরাসরি বাস পাবেন বাসের গায়ে লেখা দেখবেন "সী বীচ" লেখা আছে

No comments: